ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫

চ্যাম্পিয়ন্স লিগের ৪ ম্যাচ আজ

প্রকাশিত : ১৭:৫৭, ১৪ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৭:৫৭, ১৪ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

আজ চ্যাম্পিয়ন্স লিগের চারটি ম্যাচ। সবগুলো ম্যাচই হবে বাংলাদেশ সময় রাত পৌনে একটায়। বর্তমান চ্যাম্পিয়ন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে স্পোর্টিং লিসবনের। ঘরের মাঠে নিজেদের দর্শকদের সামনে জয় ছাড়া কিছুই ভাবছেনা বলে জানিয়েছেন কোচ জিনেদিন জিদান। এদিকে, দিনের অন্য ম্যাচে টটেনহ্যাম মাঠে নামবে মোনাকোর বিপক্ষে। আর ইতালিয়ান ক্লাব জুভেন্টাস খেলবে সেভিয়ার বিপক্ষে। সেভিয়ার তুলনায় শক্তির বিচারে এগিয়ে থাকলেও আত্মতুষ্টিতে ভুগতে নারাজ ইতালিয়ানরা। অন্যদিকে, গত আসরে ইংলিশ লিগ চ্যাম্পিয়ন লেস্টার সিটি মুখোমুখি হবে ব্র“গের বিপক্ষে। বুলগেরিয়ান ক্লাবটির বিপক্ষে জয়ের জন্যই মাঠে নামবে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি