ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫

মৌলভীবাজারে পালিত হচ্ছে সাবেক সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলীর মৃত্যুবার্ষিকী

প্রকাশিত : ১৯:৫৯, ১৪ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৯:৫৯, ১৪ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

নানা আয়োজনে মৌলভীবাজারে পালিত হচ্ছে সাবেক সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলীর প্রথম মৃত্যুবার্ষিকী। বুধবার সকালে মৌলভীবাজারে সৈয়দ মহসীন আলীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় দলীয় নেতাকর্মীসহ পরিবারের সদস্যরা। মরহুমের আত্মার শান্তি কামনা করে কবর জিয়ারত ও দোয়া করা হয়। এছাড়া স্থানীয় বিভিন্ন মসজিদে দোয়া ও মন্দিরে প্রার্থনা করা হয়েছে। পরিবারের উদ্যোগে তাদের বাসবভনে কোরান তেলাওয়াত, ফাতেহা পাঠ, মিলাদ মাহফিল ও খাবার বিতরণ করা হয়েছে। বিকেলে মহসীন আলী স্মরণে জেলা ছাত্রলীগের উদ্যোগে আয়োজন করা হয় স্মরণ সভা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি