ঢাকা, মঙ্গলবার   ১৯ আগস্ট ২০২৫

নির্বাচনের পরিবেশ খুবই ভাল: অর্থমন্ত্রী 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১১, ২৮ নভেম্বর ২০১৮ | আপডেট: ২২:২১, ২৮ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বর্তমান সময়ে দেশে নির্বাচনের পরিবেশ খুবই ভাল উল্লেখ করে বলেছেন, দেশের কোথাও সংঘাতপূর্ণ পরিবেশ নেই।    

তিনি বলেন, ‘বর্তমান সময়ে দেশের নির্বাচনের পরিবেশ খুবই ভাল। যে যাই বলুক, দেশে সংঘাতপূর্ণ পরিবেশ নেই।’ 

আজ বুধবার বিকেলে সিলেটে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. এ কে আবদুল মোমেনের মনোনয়নপত্র জমা দেওয়া শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মুহিত বলেন, শেখ হাসিনার নেতৃত্বে সরকার যেভাবে দেশকে গড়ে তুলেছে তাতে এ নির্বাচনে বিপুল ভোটে আওয়ামী লীগই বিজয়ী হবে।
এর আগে সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. এ কে আবদুল মোমেন মনোনয়নপত্র জমা দেন।

এ সময় তার বড় ভাই অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সিলেট-৪ আসনের সাংসদ ইমরান আহমদ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

এসি
  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি