ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫

চট্টগ্রাম মহানগরীতে নিষিদ্ধ করা হয়েছে মোটর চালিত রিকশা, ইজি বাইক

প্রকাশিত : ১৮:০৮, ১৭ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৮:০৮, ১৭ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

যানচলাচলে শৃংখলা ফেরাতে চট্টগ্রাম মহানগরীতে মোটর চালিত রিকশা, ইজি বাইক নিষিদ্ধ করা হয়েছে। বাধ্যতামুলক করা হয়েছে অটো রিকশায় মিটার সংযোজন। শনিবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউজ মিলনায়তনে  পরিবহণ মালিক-শ্রমিক নেতৃবৃন্দের সাথে বৈঠকে এসব নির্দেশনা দেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়াদুল কাদের। সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম মহনগরীতে ভয়াবহ আকার ধারণ করেছে যানজট। পাঁচ মিনিটের রাস্তা পার হতে লেগে যায় কয়েক ঘন্টা। এ অবস্থায় নগরীতে যান চলাচলে শৃংখলা ফিরে আনতে শনিবার সকালে এই বৈঠকের উদ্যোগ নেয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। বৈঠকে  বিআরটিএসহ  ট্রাফিক বিভাগের বিভিন্ন অনিয়ম তুলে ধরে কাউন্সিলিং এর মাধমে পরিবহণ শ্রমিকদের সচেতন করে তোলার অনুরোধ জানান, পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দ। এসময় তারা রেজিস্ট্রেশন বিহীন যানবাহন চলাচল বন্ধেরও দাবি জানান । বৈঠকে যানজট নিরসনে নগর পুলিশ প্রসাশনের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেয়ার কথা জানান, ট্রাফিক বিভাগের কর্মকর্তারা। এসময় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী চট্টগ্রামকে একটি বিশ্বমানের শহর হিসাবে গড়ে তুলতে চট্টগ্রামের মেয়র ও প্রশাসনের কর্মকর্তাদে বিভিন্ন দিক নির্দেশনা দেন। বৈঠকে চট্টগ্রাম মহানগরীতে যানচলাচলে শৃংখলা ফিরে আনতে মেয়রের নেতৃত্বে গঠিত হয় মনিটরিং কমিটি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি