ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫

কোমলমতি শিক্ষার্থীদের বিভ্রান্ত করে জঙ্গিবাদে সম্পৃক্ত করা হচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী

প্রকাশিত : ১৮:৫৪, ১৮ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৮:৫৪, ১৮ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

ইসলামের কথা বলে কোমলমতি শিক্ষার্থীদের বিভ্রান্ত করে জঙ্গিবাদে সম্পৃক্ত করা হচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। কুমিল্লায় ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৪৫তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এ’সব কথা বলেন তিনি। এ’সময় মন্ত্রী অভিভাবকদের সন্তানদের প্রতি আরো যত্মবান হওয়ার পাশাপাশি মূল্যবোধের শিক্ষার উপর জোর দেয়ার পরামর্শ দেন। এর আগে তিনি প্রতিযোগিতা উদ্বোধন করেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি