ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫

দুর্ঘটনার অন্যতম কারণ অধিক গতিতে গাড়ী চালানো

প্রকাশিত : ১৫:৫৪, ১৯ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৫:৫৪, ১৯ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

মহাসড়কে নির্ধারিত গতির চেয়ে অধিক গতিতে গাড়ী চালানো দুর্ঘটনার অন্যতম কারণ। সেইসাথে যত্রতত্র দোকান, পথচারীদের পারাপার আর স্বল্পগতির তিন চাকার গাড়ী চলায় বেড়ে যায় দুর্ঘটনা। এছাড়া, ঠিকমতো সড়ক মেরামত না হওয়াকেও দুর্ঘটনার কারণ হিসেবে মনে করেন বিশেষজ্ঞরা। মহাসড়ক মানেই দ্রুত গতিতে ছুটে চলা। তবে, দেশে সড়কের যে সক্ষমতা, তাতে গড়ির গতি হওয়া উচিৎ ঘন্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার। কিন্তু, রাস্তা ফাঁকা পেলেই চালকরা ১০০ থেকে ১২০ কিলোমিটার পর্যন্ত গতিতে গাড়ি চালান। সেইসাথে রাস্তার আঁকাবাঁকা মোড় ঘটায় দুর্ঘটনা। নসিমন-করিমনের মত যানবাহন হঠাৎ মহাসড়কে চলে আসা, বড় বড় গাছের ডালে রাস্তা ঢাকা পড়া এবং যত্রতত্র দোকান আর পথচারীদের পারাপার বাড়িয়ে দেয় দুর্ঘটনা। বড় ধরণের দুর্ঘটনার পর প্রতিকার নিয়ে শুরু হয় আলোচনা। তবে, সেসব পদক্ষেপ বাস্তবসম্মত কি-না, তা নিয়েও রয়েছে প্রশ্ন। সবকিছু ছাপিয়ে চালকদের সঠিক প্রশিক্ষণ, লাইসেন্স ব্যবস্থা কঠোর করার উপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা।  
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি