ঢাকা, শনিবার   ২৩ আগস্ট ২০২৫

নেত্রকোনায় বাড়ছে নিউমোনিয়া ও ডায়রিয়ার প্রকোপ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪০, ২৫ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

শীতের তীব্রতার সাথে সাথে নেত্রকোনায় বাড়ছে নিউমোনিয়া ও ডায়রিয়ার প্রকোপ। চিকিৎসা নিতে প্রতিদিনই রোগীরা ভীড় করছেন হাসপাতালে। এই শীতে শিশু ও বয়স্কদের সুস্থ রাখতে গরম জামাকাপড় পরা, প্রচুর পানি পানসহ গরম খাবার খাওয়ানোর পরামর্শ দেন চিকিৎসক।

নেত্রোকোনায় ঠান্ডাজনিত কারনে বাড়ছে বিভিন্ন রোগ। এতে শিশুদের পাশাপাশি বয়স্করাও আক্রান্ত হচ্ছেন নিউমোনিয়া ও ডায়রিয়াসহ শীতজনিত নানা রোগে। প্রতিদিন প্রায় একশ থেকে দেড়শ শিশু হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। রোগী বেশি হওয়ায় মেঝে ও বারান্দায় শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে অনেককে।

সাধ্যমত সেবা দেয়া হচ্ছে বলে জানায় নার্সরা

এই শীতে শিশুদের গরম পরিবেশে রাখার পাশাপাশি প্রচুর পানি পান করানোর পরামর্শ দেন চিকিৎসক।

শীতে সুস্থ থাকতে বাসী খাবার না খেয়ে গরম খাবার খাওয়ারও পরামর্শ তার। 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি