ঢাকা, শনিবার   ২৩ আগস্ট ২০২৫

ব্যালট পেপার যাচ্ছে প্রতি জেলায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১০, ২৬ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এদিন ভোট হবে ২৯৯ আসনে। আর তাই জেলা পর্যায়ে ব্যালট পেপার বিতরণ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। ছয়টি আসনে ইভিএম এ ভোট হওয়ায় বাকি ২৯৩ আসনে ব্যালট পেপার ব্যবহার করা হবে।
ইসির সহকারী সচিব সৈয়দ গোলাম রাশেদ জানান, মঙ্গলবার (২৫ ডিসেম্বর) বেলা ২টা থেকে ঢাকার দুটি সরকারি প্রেস (বিজি ও গভর্নমেন্ট) থেকে এসব ব্যালট পেপার বিতরণ শুরু হয়েছে। পুলিশ, র‌্যাব ও ডিএমপি ব্যালট পাঠাতে নিরাপত্তা দেবে।
গোলাম রাশেদ আরও বলেন, ২৫ ডিসেম্বর ও ২৬ ডিসেম্বর জেলা পর্যায়ে রিটার্নিং কর্মকর্তাদের কাছে আসনভিত্তিক ভোটের ব্যালট পেপার পৌঁছানো হবে। ২৯৩ আসনের মধ্যে যেগুলোতে এখনও আইন জটিলতা আছে রয়েছে, সেগুলোর জন্য ইসির নির্দেশনার অপেক্ষায় রয়েছি।
প্রথমে পার্বত্য এলাকার ব্যালট পেপার বিতরণ শুরু হচ্ছে। পর্যায়ক্রমে অন্য এলাকায় বিতরণ চলবে।
ইতিমধ্যে জেলা পর্যায়ে স্টাম্প প্যাড, অফিসিয়াল সিল, মার্কিং সিল, ব্রাস সিল, লাল গালা, অমোচনীয় কালির কলম, হেসিয়ান বড় ব্যাগ, হেসিয়ান ছোট ব্যাগ, চার্জার লাইট, ক্যালকুলেটর, স্ট্যাপলার মেশিন ও স্টাপ পিন ইত্যাদি সামগ্রী পাঠানো হয়েছে।
গত রোববার ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের জানিয়েছিলেন, নির্বাচনের তিনদিন আগেই জেলা পর্যায়ে ব্যালট পেপার পাঠানোর কাজ শেষ করা হবে।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি