ঢাকা, বুধবার   ০১ মে ২০২৪

নির্বাচন ও সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না: মাহবুব তালুকদারের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৭, ২৬ ডিসেম্বর ২০১৮

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ক্রমবর্ধমান সহিংসতা ও সন্ত্রাসের ঘটনায় গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পোশাকের মর্যাদা ও পবিত্রতা রক্ষার আহ্বান জানান তিনি। বলেন, নির্বাচন ও সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না।

আজ বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সামনে লিখিত বার্তায় তিনি এ সব কথা বলেন।

মাহবুব তালুকদারের বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বলছি- অতি উৎসাহিত হয়ে কোনও অনভিপ্রেত ও আচরণ করবেন না। মনে রাখবেন, আপনারা নির্বাচনে সবচেয়ে বড় সহায়ক শক্তি।

নির্বাচন কমিশনার বলেন, জাতীয় নির্বাচনে ক্রমবর্ধমান সহিংসতা ও সন্ত্রাসের ঘটনা আমি গভীরভাবে উদ্বিগ্ন।

তিনি আরও বলেন, নির্বাচন কেবল অংশগ্রহণমূলক হলে হয় না, নির্বাচনকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও আইনানুগ হতে হয়। এছাড়া, নির্বাচন গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য না হলে বিশ্বসভায় আত্মমর্যাদাশীল জাতি হিসেবে আমরা মাথা তুলে দাঁড়াতে পারবো না।

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি