ঢাকা, শনিবার   ২৩ আগস্ট ২০২৫

বৃহস্পতিবার ভোটের মাঠে নামছে নৌ পুলিশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫১, ২৬ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগামীকাল (বৃহস্পতিবার) থেকে মাঠে নামছে নৌ পুলিশের দেড় হাজার সদস্য। দেশের মোট ১৩টি জেলায় থানা পুলিশের সাথে সমন্বয় করে কাজ করবেন নৌ পুলিশের এসব সদস্য।

বুধবার (২৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মিরপুর পাইকপাড়ায় নৌ পুলিশের স্টাফ কলেজে ডিআইজি শেখ মারুফ হাসান সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, নৌ পুলিশ সদস্যরা কীভাবে দায়িত্ব পালন করবেন তাদের সেই নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যান্য বাহিনীর সাথে সমন্বয় করেই তারা কাজ করবেন। আলাদাভাবে নৌ পুলিশের কোনো পরিকল্পনা নেই।

ভোটগ্রহণের দিন দায়িত্ব পালনের সময় প্রিসাইডিং অফিসারের নির্দেশনা মেনে চলবেন তারা। নির্বাচনের আগে এবং পরে সংশ্লিষ্ট এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন থানা পুলিশকে সহায়তা করাই নৌ পুলিশের মূল উদ্দেশ্য, বলেন শেখ মারুফ হাসান।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি