ঢাকা, শনিবার   ২৩ আগস্ট ২০২৫

একাদশ জাতীয় সংসদ নির্বাচন

আজই প্রচারের শেষ দিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৮, ২৭ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১০:৪৪, ২৭ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব ধরনের প্রচার ও সভা-সমাবেশ শেষ হচ্ছে কাল শুক্রবার। নির্বাচনী আইন অনুযায়ী ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগে থেকে সব ধরনের প্রচার বন্ধ রাখতে হবে। সে হিসাবে আজই প্রচারের শেষ দিন। যদিও সময়ের হিসাবে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত প্রচার কার্যক্রম চালানো যাবে।
ইসির কর্মকর্তারা জানিয়েছেন, ২৮ ডিসেম্বর শুক্রবার সকাল ৮টা থেকে পহেলা জানুয়ারি বিকেল ৪টা পর্যন্ত যে কোনো ধরনের সভা, সমাবেশ ও মিছিল এবং শোভাযাত্রা করা যাবে না। এ সময়ে কোনো জোর প্রদর্শনও করা যাবে না।
ইসি সূত্রে জানা গেছে, এবার ভোটগ্রহণ কাজে নিয়োজিত থাকবেন প্রায় সাত লাখ কর্মকর্তা। আইন-শৃঙ্খলা রক্ষায় মাঠে থাকবেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছয় লাখের বেশি সদস্য। এরই মধ্যে সেনা ও নৌবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)সহ অন্যান্য বাহিনীর সদস্যরা মাঠে নেমেছেন।

এ ছাড়া সারাদেশের আইন-শৃঙ্খলা মনিটরিংয়ে কাল শুক্রবার ইসিতে ‘আইন-শৃঙ্খলা সমন্বয় ও মনিটরিং’ কমিটি কার্যক্রম শুরু করবে। এদিন মধ্যরাত থেকে সারাদেশে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ এবং ২৯ ডিসেম্বর মধ্যরাত থেকে সড়ক ও নৌপথের যান চলাচল বন্ধ থাকবে।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি