ঢাকা, বুধবার   ০১ মে ২০২৪

নির্বাচনে সাংবাদিকরা বাইক চালাতে পারবেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৯, ২৭ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১৮:২০, ২৭ ডিসেম্বর ২০১৮

একাদশ সংসদ নির্বাচনে সাংবাদিকরা বাইক চালাতে পারবেন। নির্বাচন কমিশন কর্তৃক যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও বাইক চলাচলে অনুমতি দেওয়া হয়েছে। তবে বাইকে নির্বাচন কমিশনের সরবরাহ করা স্টিকার ব্যবহার করতে হবে। এছাড়া ড্রাইভিং লাইসেন্সসহ গাড়ির বৈধ সব কাগজপত্র সঙ্গে রাখতে হবে।   

বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশনের (ইসি) সহকারী পরিচালক (জনসংযোগ) আশাদুল হক এ বিষয়ে বলেন, সাংবাদিকদের বাইকের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে কমিশন। আজ (বৃহস্পতিবার) এ-সংক্রান্ত পরিপত্র জারি করা হবে। তবে সব সাংবাদিককে ইসির স্টিকার ব্যবহার করতে হবে।  

এর আগে গত ২১ ডিসেম্বর সাংবাদিকদের বাইক চালানোসহ যানচলাচলে কড়াকড়ি আরোপ করেছিল ইসি। এ নিয়ে সম্পাদক পরিষদসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠন এমন নির্দেশনা তুলে নিতে আবেদন জানায়।           

এদিকে শনিবার রাত ১২টা থেকে ভোটের দিন ৩০ ডিসেম্বর দিবাগত রাত ১২টা পর্যন্ত যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ইসি। এই সময় বেবি টেক্সি/অটোরিকশা/ইজিবাইক, ট্যাক্সি ক্যাব, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, বাস, ট্রাক, টেম্পোসহ স্থানীয় যন্ত্রচালিত যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকবে।

জানা গেছে, যান চলাচলের নিষেধাজ্ঞার সময় রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের নির্বাচনী এজেন্ট, দেশি-বিদেশি পর্যবেক্ষকদের (পরিচয়পত্র থাকতে হবে) ক্ষেত্রে শিথিলযোগ্য। তাছাড়া নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত সাংবাদিক (পরিচয়পত্র থাকতে হবে), নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক ও কতিপয় জরুরি কাজ যেমন- অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কাজে নিয়োজিত যানবাহনে নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

এসি   
   


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি