ঢাকা, বুধবার   ০১ মে ২০২৪

উৎসবমুখর ও শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করি: এলিশন ব্লেইক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৭, ২৭ ডিসেম্বর ২০১৮

ব্রিটিশ হাইকমিশনার এলিশন ব্লেইক বলেছেন, একটি উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করে যুক্তরাজ্য। কিন্তু কিছু কিছু জায়গায় সংঘর্ষ হওয়ার কারণে এ পরিবেশ নষ্ট হচ্ছে। যা নিন্দনীয়।         

বৃহস্পতিবার দুপুরে সিলেটে আওয়ামী লীগের প্রার্থী এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ব্রিটিশ হাইকমিশনার এলিসন ব্লেইক।  

ভোটের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করতে দুপুরে সিলেটে আসেন ব্রিটিশ হাইকমিশনার এলিসন ব্লেইক। বিমানবন্দরে থেকে সরাসরি সিলেট-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী ড. একে আবদুল মোমেনের বাসায় যান তিনি।

এলিশন ব্লেইক আবদুল মোমেনের সঙ্গে আধাঘণ্টা বৈঠক করেন। আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।   

এ সময় তিনি বলেন, সিলেটের সঙ্গে যুক্তরাজ্যের নিবিড় সম্পর্ক রয়েছে। তাই তিনি সিলেটের নির্বাচনের পরিবেশ পর্যবেক্ষণ করতে এখানে এসেছেন। এ সময় এলিসন ব্লেইক বলেন যুক্তরাজ্য এ দেশে একটি গ্রহণযোগ্য উৎসবমুখর নির্বাচন প্রত্যাশা করে। যদিও কিছু স্থানে অপ্রীতিকর ঘটনা ঘটছে এটা নিন্দনীয়।

আওয়ামী লীগের প্রার্থীর সঙ্গে আলোচনা শেষে তিনি বিএনপি প্রার্থী খন্দকার আব্দুল মোক্তাদীরের বাসায় যান। যেখানে গিয়ে তিনি দীর্ঘক্ষণ আলোচনা করেন।  

এসি

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি