ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

‘যেকোনো মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারে ঐক্যফ্রন্ট’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৮, ২৯ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১৬:৩৪, ২৯ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে জাতীয় ঐক্যফ্রন্ট যেকোনো মুহূর্তে সরে দাঁড়াতে পারে।

আজ শনিবার (২৯ ডিসেম্বর) বিএনপি জামায়াতের হামলায় দিনাজপুরে আহত আওয়ামী লীগ নেতা ড. মাহবুবুর রহমানকে সিএমএইচ-এ দেখতে গিয়ে তিনি একথা জানান।

তিনি বলেন, তারা নির্বাচন বানচাল ও বিনষ্ট করার ষড়যন্ত্র করছে, যে কোন সময় নির্বাচন থেকে সরে যেতে পারে। তবে তারা এমন ঘোষণা দিলে তাতে বিভ্রান্ত না হয়ে জনগণকে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

নির্বাচনের মাঝপথে ভোট বর্জনের প্রবণতা আছে বিএনপির জানিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আপনারা নির্বাচন শেষ করে, ফলাফল নিয়ে বাড়ি ফিরবেন। রেজান্ট ঘোষণা না হওয়া পর্যন্ত মাঠে থাকবেন।

টিআর/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি