ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

আজ থেকে থ্রিজি ও ফোরজি বন্ধের নির্দেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০১, ২৯ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১৬:০২, ২৯ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মোবাইল ইন্টারনেটের থ্রিজি ও ফোরজি সেবা বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

আজ শনিবার দুপুরের পর থেকে আগামীকাল রোববার রাত ১২টা পর্যন্ত এই নেটওয়ার্ক বন্ধ রাখতে দেশের সব মোবাইল ফোন অপারেটরকে নির্দেশ দেওয়া হয়েছে।

মোবাইল ফোন অপারেটরদের সংশ্লিষ্ট একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। তিনি বলেন, বিটিআরসির নির্দেশ পেয়ে আমরা থ্রিজি ও ফোরজি বন্ধের প্রক্রিয়া শুরু করি। এই নির্দেশনার ফলে টু জি ইন্টারনেট সেবা চালু থাকবে।

প্রসঙ্গত, এর আগে গত বৃহস্পতিবার রাত ১০টা থেকে গতকাল শুক্রবার সকাল ৮টা পর্যন্ত দেশের সব মোবাইল ফোনে থ্রিজি ও ফোরজি নেটওয়ার্ক বন্ধ রাখা হয়েছিল।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি