ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোট দিচ্ছেন ভোটাররা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৩, ৩০ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে পরীক্ষামূলকভাবে ছয়টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। এই পদ্ধতিতে ভোট দিতে এসে ভোটাররা কিছুটা ভোগান্তিতে পড়লেও তাদের মাঝে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। বিশেষ করে নতুন ভোটারতের মাঝে এ নিয়ে কৌতুহল লক্ষ্য করা যায়।

রোববার সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়। দেশের যে ছয়টি আসনে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ চলছে তার অন্যতম ঢাকা ৬ আসন ও ঢাকা ১৩ আসন।

এদিন সকালে ঢাকা-১৩ (মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলানগর) আসনের বিভিন্ন কেন্দ্রে গিয়ে দেখা যায় ভোটাররা ইভিএম পদ্ধতিতে ভোট দিচ্ছেন।

এ আসনের মোহাম্মদী হাউজিং সোসাইটি এলাকায় ভোট দিতে এসেছেন ফাতেমা আক্তার ( ৪৫) নামক একজন নারী। ভোট দিয়ে বের হয়ে এসে তিনি এ প্রতিবেদককে বলেন, আগে কখনও এভাবে ভোট দিইনি। তবে ভোট দিয়ে বেশ ভাল লাগছে। মনে হচ্ছে এভাবে ভোট দিলে ভোট চুরির বা অন্য কোনও অভিযোগের সুযোগ নেই।

ইভিএম পদ্ধতিতে ভোট দিতে আসা ভোটারদের মধ্যে তরুণ ভোটারদের বেশ আগ্রহ দেখা যায়। এবার প্রথম ভোট দিতে এসেছেন জান্নাতুল ফেরদৌস স্বর্ণা। আদাবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়েছেন তিনি। এ প্রতিবেদকের কাছে তিনি বলেন, আমরা সব কিছুতে ডিজিটালাইজ। ভোট দেওয়ার ক্ষেত্রে কেন মান্ধাতার আমলে পড়ে থাকব। স্বর্ণা আশা করেন আগামীতে দেশের সব আসনে ধীরে ধীরে ইভিএম পদ্ধতি চালু হবে।

সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হলেও সকাল সাড়ে আটটার পর থেকে ভোটারদের লাইন দীর্ঘ হতে দেখা যায়। বেলা নয়টার দিকে কেন্দ্রগুলোর সামনে ছিল বিশাল লাইন। মোহাম্মদপুর মডেল স্কুল কলেজের সামনেও বড় লাইন দেখা যায়। তবে ভোটারদের মধ্যে পুরুষের সংখ্যা ছিল বেশি। কথা বলে জানা যায়, এ কেন্দ্রে মোট ভোটারের সংখ্য ২ হাজার ৮৯০ জন। এ প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত ভোট সংগ্রহ হয়েছে ২৫৭ টি। যা মোট ভোট মোট ভোটারের ৮ দশমিক ৮৯ শতাংশ। এ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার মো. আশিকুর রহমান একুশে টেলিভিশন অনলাইনকে বলেন, প্রথমবারের মতো হওয়ায় ইভিএম এ ভোট সংগ্রহ করতে কিছুটা ধীর গতিতে ভোট সংগ্রহ চলছে। তবে ভোটারদের মাঝে উৎসাহের কমতি নেই।

প্রসঙ্গত, আজ রোববার দেশের ২৯৯টি আসনে একসঙ্গে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। বিকাল চারটা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। দেশের মোট ১০ কোটি ৩৮ লাখ ২৬ হাজার ৮২৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার কথা রয়েছে।

আ আ//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি