ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

‘২৪০টির বেশি আসনে আমরা বিজয়ী হবো’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৮, ৩০ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‌‌‌‘ইতিমধ্যেই একটা ভবিষ্যৎবানী করা হয়েছে যে দুই-তৃতীয়াংশের বেশি আসনে আওয়ামী লীগ বিজয় হবে ইনশাআল্লাহ। আমার ধারণা ২৪০টার বেশি আসনে আমরা বিজয়ী হবো।’

আজ রোববার সকাল ৮টায় ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘সত্তরের নির্বাচনে জনগণ যেভাবে বঙ্গবন্ধুকে নির্বাচিত করেছেন এবারও জনগণ একইভাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে নির্বাচিত করবে।’

তোফায়েল আহমেদ বলেন, ‌‘ভোলাতে কোনো অঘটন ঘটেনি, কোনো মারামারি কাটাকাটি হয়নি। যিনি আমার বিরোধিতা ও প্রতিদ্বন্দ্বিতা করছেন আলহাজ্ব গোলম নবী আলমগীর, আমি নিজে তার বাসভবনে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছি। তারপরও তার সঙ্গে আমার দেখা হয়েছে। এখানে একটা অগ্নিসংযোগ হয়েছিল সেখানে আমরা পাশাপাশি দাঁড়িয়েছি। তারপর একটা জানাজা হয়েছিল আমরা একসঙ্গে অংশগ্রহণ করেছি। চমৎকার পরিবেশ। সুতরাং সারা বাংলাদেশের পরিবেশ এমন হবে বলে আমরা মনে করি।’
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি