ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

সন্ধ্যা ৬টায় ‘সিদ্ধান্ত’ জানাবে ঐক্যফ্রন্ট : ড. কামাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০০, ৩০ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, একাদশ জাতীয় সংসদের ভোটগ্রহণ নিয়ে সন্ধ্যা ৬টায় (রোববার) নিজেদের ‘সিদ্ধান্ত’ জানাবেন । জাতীয় ঐক্যফ্রন্টের অস্থায়ী কার্যালয়ের নীচে এ বিষয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

মতিঝিল গণফোরামের কার্যালয়ে ড. কামাল বলেন, সারাদেশ থেকে অনিয়ম, ভোট কারচুপি, হামলা ও গ্রেফতারের তথ্য আমরা পেয়েছি। আমরা আরও তথ্য সংগ্রহ করছি। এগুলো নিয়ে শীর্ষ নেতারা বৈঠকে বসবো।

এর আগে সকালে রাজধানীর ভিকারুননিসা স্কুল কেন্দ্রে ভোট দিয়ে তিনি বলেন, সারাদেশ থেকে ঐক্যফ্রন্টের প্রার্থীরা ফোন করে জানাচ্ছেন তাদের এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে। অনেক কেন্দ্রে ভোটারদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি