ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

বরিশাল বিভাগের সব আসনই মহাজোটের [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৬, ৩১ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১৩:৩৬, ৩১ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

বরিশাল বিভাগের ২১টি আসনের সবগুলোতেই জয় পেয়েছে মহাজোট। এরমধ্যে আওয়ামী লীগ ১৭টি, জাতীয় পার্টি ৩টি ও জেপি মঞ্জু পেয়েছে একটি আসন। 

বরিশাল বিভাগের বরগুনার দুটি আসনেই জিতেছে আওয়ামী লীগের প্রার্থীরা। পটুয়াখালীর চারটি আসনের সবকটিই গেছে আওয়ামী লীগের দখলে। সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শাহজাহান মিয়া হারিয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির আলতাফ হোসেন চৌধুরীকে। জয় পেয়েছেন চিফ হুইপ আস ম ফিরোজ।

ভোলায় জয় পেয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। নুরুননবী চৌধুরী শাওনের কাছে এবারো হেরেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন।

আর ডাকসুর সাবেক এজিএস বিএনপির নাজিম উদ্দিন আলম হেরেছেন আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের কাছে।

বরিশালে সাবেক চিফ হুইপ আবুল হাসনাত আবদুল্লাহ হারিয়েছেন বিএনপির জহির উদ্দিন স্বপনকে। জিতেছেন স্বোচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ।

পিরোজপুরে যুদ্ধাপরাধের দায়ে সাজাপ্রাপ্ত দেলওয়ার হোসেন সাঈদীর ছেলে ধানের শীষের প্রার্থী শামীম সাঈদীকে হারিয়েছেন আওয়ামী লীগের আইন সম্পাদক শ ম রেজাউল করিম। আরেকটি আসন থেকে জিতেছেন জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু।

ভিডিও...


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি