ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

বিএনপি সবচেয়ে বেশি জয় পেয়েছে রাজশাহী বিভাগে [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৪, ৩১ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

রাজশাহী বিভাগের ৩৮টি আসনের বেশিরভাগই জিতেছে মহাজোট। মাত্র চারটি আসনে জিতেছে বিএনপি প্রার্থীরা।

বগুড়া থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জিতলেও জোটসঙ্গী নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না হেরেছেন বড় ব্যবধানে।

পাবনার ৫টি আসনের সবকটিতেই জিতেছেন আওয়ামী লীগের প্রার্থীরা। জয় পেয়েছেন ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।

নাটোর থেকে জিতেছেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বগুড়ার ৭টি আসনে দুটি করে আসন পেয়েছে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি। একটিতে জয় পেয়েছে স্বতন্ত্র প্রার্থী। জিতেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে হেরে গেছেন ঐক্যফ্রন্টের মাহমুদুর রহমান মান্না।

রাজশাহীতে মিজানুর রহমান মিনুকে হারিয়েছেন ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশা। জয় পেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। সিরাজগঞ্জ থেকে জিতেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

চাঁপাইনবাবগঞ্জের একটিতে জিতেছে আওয়ামী লীগ, বাকি দুটি আসনে জয় পেয়েছেন বিএনপির প্রার্থীরা। 

নওগাঁ থেকে জিতেছেন সাধন চন্দ্র মজুমদার, ইমাজ উদ্দিন প্রামানিক, ইসরাফিল আলম ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আব্দুল জলিলের ছেলে নিজাম উদ্দিন জলিল।

জয়পুরহাটে জিতেছেন সাবেক ছাত্রনেতা আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

ভিডিও: 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি