ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

বিরোধী দলগুলোকে স্বাগত জাতিসংঘের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৯, ১ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১৩:৪১, ১ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী দলগুলোর অংশগ্রহণকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। ১০ বছরের মধ্যে প্রথমবারের মতো সব রাজনৈতিক দলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় স্বাগত জানায় বিশ্বসংস্থাটি। তবে নির্বাচনকালে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় দুঃখ প্রকাশ করেছে তারা।

সোমবার জাতিসংঘের মুখপাত্র বলেন, নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থী ও ভোটারদের প্রাণহানি ও আহত হওয়ার সংবাদে আমরা দুঃখ প্রকাশ করছি।

এছাড়া শান্তিপূর্ণভাবে এবং আইনি উপায়ে নির্বাচনের অভিযোগগুলো মোকাবিলা করার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি উৎসাহ জানিয়েছে জাতিসংঘ।

প্রসঙ্গত, সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়লাভ করেছে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি