ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

গাইবান্ধা-৩ আসন: ভোট থেকে সরে দাঁড়ালো ঐক্যফ্রন্ট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৩, ১০ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১৪:৪৩, ১০ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনে মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন ঐক্যফ্রন্টের প্রার্থী বিএনপি নেতা অধ্যাপক ডা. ময়নুল হাসান সাদিক। দলীয় সিদ্ধান্তে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন।

বৃহস্পতিবার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন তিনি। এর আগে গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচনে অংশ না দেওয়ার ঘোষণা দেন ঐক্যফ্রন্টের এই প্রার্থী।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গত ৩০ ডিসেম্বর একযোগে দেশের ৩০০ আসনে ভোটগ্রহণ হওয়ার কথা ছিল। কিন্তু গত ১৯ ডিসেম্বর ঐক্যফ্রন্ট প্রার্থী সাবেক মন্ত্রী ড. টিআইএম ফজলে রাব্বি চৌধুরী মারা যাওয়ায় পরদিন ওই আসনের নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। পরবর্তীতে ওই আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এবং ২৭ জানুয়ারি এই আসনে ভোটগ্রহণের দিন ধার্য করা হয়। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গত ২ জানুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ঐক্যফ্রন্টের চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ডা. মইনুল হাসান সাদিক।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি