ঢাকা, শনিবার   ১৯ জুলাই ২০২৫

দূর্গা পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের সব ধরণের ব্যবস্থা

প্রকাশিত : ১৭:৩৯, ২৭ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৪:৩৮, ২৮ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

আসন্ন দূর্গা পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক সামসুল আরেফিন। মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা আইনশৃংখলা কমিটির সভায় তিনি একথা বলেন। আইন শৃংখলা নিয়ন্ত্রণে রাখতে প্রতিটি মন্ডপে র‌্যাব-পুলিশের পাশাপাশি সাদা পোষাধারী এবং গোয়েন্দা পুলিশও সতর্ক থাকবে বলে জানান তিনি।  এছাড়া জেলার আইনশৃংখলা নিয়ন্ত্রণে সবাইকে একযোগে কাজ করার ও আহ্বান জানান তিনি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি