ঢাকা, রবিবার   ২০ জুলাই ২০২৫

অসাধারণ জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা

প্রকাশিত : ১৪:১৪, ৬ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৪:১৪, ৬ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে মিলারের অপরাজিত সেঞ্চুরিতে অসাধারণ জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। এরফলে ২ ম্যাচ বাকি থাকতেই ৩-০ তে সিরিজ জিতলো পটিয়ারা। ডারবানে ৩৭২ রানের বড় স্কোর তারা করতে নেমে শুরু থেকেই হাত খুলে কেলতে থাকে দক্ষিণ আফ্রিকা। উদ্বোধনী জুটিতে ৬৬ রান তুলে জয়ের প্রাথমিক ভীত গড়ে দেন দুই ওপেনার। হাসিম আশলা ব্যক্তিগত ৪৫ রানে আউট হলেও কুৃক হাফ সেঞ্চুরি করেই আউট হন। ৭০ রান আসে এ ব্যাটসম্যানের ব্যাট থেকে। এরপর মিলার অপরাজিত ঝড়ো সেঞ্চুরি করলে ৪ উইকেটের জয় পায় দক্ষিণ আফ্রিকা। মিলার ৭৯ বলে ১১৮ রানে অপরাজিত থাকেন। এরআগে ওয়ার্নার ও স্মিথের সেঞ্চুরিতে ৬ উইকেটে ৩৭১ রান তোলে অস্ট্রেলিয়া।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি