ঢাকা, বুধবার   ১৩ আগস্ট ২০২৫

কল্যাণধর্মী কাজে সবাইকে এগিয়ে আসার আহ্বান

প্রকাশিত : ২৩:০৪, ২৩ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে রোটারীয়ানদের কল্যাণধর্মী কর্মসূচী বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

তিনি বলেন,বিশ্বের নেতৃস্থানীয় সমাজসেবী প্রতিষ্ঠান হিসেবে আর্তমানবতার সেবায় রোটারী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শিক্ষা,স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে রোটারীর ভূমিকা নিংসন্দেহে প্রশংসনীয়।

শুক্রবার (২২ ফেব্রুয়ারি) সকালে ঢাকার বিআইসিসি মিলনায়তনে রোটারী ইন্টারন্যাশনাল জেলা-৩২৮১ এর জাতীয় সম্মেলনে উদ্বোধনকালে এ আহবান জানান।

সম্মেলনে বক্তব্য রাখেন, আন্তর্জাতিক রোটারী প্রেসিডেন্ট এর প্রতিনিধি ড.গীরিশ গোবিন্দ গুণ,রোটারীর জেলা গভর্ণর এএফএম আলমগীর,গভর্ণর নির্বাচিত খায়রুল আলম, গভর্ণর নমিনি মো. রুবাইয়াত হোসেন, গভর্ণর এনডি মুতাসিম বিল্লাহ ফারুকী, সম্মেলন সভাপতি ইসতিয়াক আহমেদ চৌধুরী, জেলা সেক্রেটারী ইকবাল হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে তিনজন রোটারীয়ান মন্ত্রীকে সংবর্ধনা প্রদান করা হয়। তারা হচ্ছেন মুক্তিযোদ্ধা বিষয়কমন্ত্রী মোজাম্মেল হক, বানিজ্যমন্ত্রী টিপু মুনশী এবং ত্রাণ ও পুনর্বাসন প্রতিমন্ত্রী এনামুর রহমান।

সম্মেলনের বিভিন্ন অধিবেশনে দেশ-বিদেশী রোটারী নেতৃবৃন্দ বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন। তারা দেশের বিভিন্ন অঞ্চলে বাস্তবায়িত রোটারী প্রজেক্টসমূহ সম্মেলনে উপস্থাপন করেন এবং ভবিষ্যত কর্মপরিকল্পনা পেশ করেন। এতে সারাদেশ থেকে রোটারী নেতৃবৃন্দ যোগ দেন।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি