এশিয়ার তুমুল জনপ্রিয় খেলা ক্রিকেটে নতুন আগ্রহের নাম চীন
প্রকাশিত : ১১:১৩, ১১ অক্টোবর ২০১৬ | আপডেট: ১১:১৩, ১১ অক্টোবর ২০১৬
এশিয়ার তুমুল জনপ্রিয় খেলা ক্রিকেটে নতুন আগ্রহের নাম চীন। আর তাদের সেই আগ্রহে সহযোগিতা করছে বাংলাদেশ। ২০০৪ সালে আর্ন্তজাতিক ক্রিকেট কাউন্সিলের অনুমোদন পাওয়া এই দেশটির জাতীয় ক্রিকেট দলটি গুছিয়ে দিচ্ছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। এমনকি তাদের মাঠের ক্রিজও গড়ে দিয়েছেন কিউরেটর জসীম আর জাতীয় মহিলা দলের বর্তমান কোচ মঞ্জুরুল ইসলাম।
২০০৪ সালে আইসিসি’র সদস্য হিসেবে মর্যাদা পাবার পর ২০০৫ সাল থেকে চীন ক্রিকেট সংস্থা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সহযোগিতায় স্থান চাইছে বিশ্ব-ক্রিকেটাঙ্গনে। আর তার বাস্তবায়নে গেল আট বছর ধরে রাজত্ব করছে মানজালা! চীনারা বাংলাদেশকে চেনে মানজালা নামেই।
গেল আট বছর ধরে সেখানে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের হয়ে ক্রিকেট শেখাচ্ছেন বাংলাদেশ সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। চীনা মুলুকে এখন তিনি আমিন সিয়েন সাং নামেই পরিচিত। চীনা ভাষায় সিয়েন সাং অর্থ সাহেব। ব্যাক্তিগত ঝুলিতে ১৩টি টেস্ট আর ৩৯টি এক দিনের আর্ন্তজাতিক ম্যাচের সবটুকু অভিজ্ঞতা উজাড় করে দিচ্ছেন তিনি চীনা ক্রিকেটের অগ্রযাত্রায়।
ক্রিকেটে দক্ষ হওয়ার অদম্য স্পৃহা আর কঠিন পরিশ্রমে ধীরে ধীরে চীন এগিয়ে যাচ্ছে তাদের কাঙ্খিত স্বপ্নের কাছাকাছি। ক্রিকেট দু-দেশের পারস্পপরিক সম্পর্ককে আরো সুদৃঢ় করছে বলেই মনে করেন সাবেক এই অধিনায়ক।
আমিনুলের পরও বর্তমানে কাজ করছেন বাংলাদেশের একসময়ের ক্রেজ প্রেসার মঞ্জুরুল; এমনকি চীনা মাটিতে ক্রিজও গড়েছেন কিউরেটর জসীম। চীনা ক্রিকেটের যেকোনো সাফল্যেই থাকবে বাংলাদেশের নাম।
আরও পড়ুন










