ঢাকা, মঙ্গলবার   ২৮ মে ২০২৪

মুক্তিসংগ্রামে ঝাঁপিয়ে পড়েন শিল্পীরাও (ভিডিও)

প্রকাশিত : ১৮:২১, ৯ মার্চ ২০১৯

‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’- এ আহ্বান উজ্জীবিত করেছিলো বাংলার দামাল ছেলেদের। মুক্তিপাগল বাঙালিকে আরো উতলা করে গণসঙ্গীত। গানকে হাতিয়ার করে মুক্তিসংগ্রামে ঝাঁপিয়ে পড়েন শিল্পীরাও। 

দারুণ এক উজ্জীবনি শক্তি স্বাধীনতার গণসঙ্গীতে। যার সুরের মূর্ছনায় মাতাল হয়ে জীবন উৎসর্গ করতে দ্বিধা করেননি শোষিত বঞ্চিত মানুষেরা।

ইতিহাস সাক্ষী, রাজনৈতিক আর সাংস্কৃতিক আন্দোলন এ’মাটিতে হয়েছে হাত ধরাধরি করে।   বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের পর সর্বস্তরের মানুষের মত শিল্পীরাও চূড়ান্ত প্রস্তুতি নিতে থাকেন।

উত্তাল দিনগুলোতে স্বাধীন বাংলা বেতারকেন্দ্র মুক্তিযোদ্ধাদের প্রেরণা যুগিয়েছে। কথা, সুর আর কন্ঠের অপূর্ব সংমিশ্রণ ঘটাতে দিনরাত পরিশ্রম করেছেন তারা। মানুষকে জাগিয়ে তুলতে ঘুরে বেড়িয়েছেন বাংলার এ প্রান্ত থেকে ও প্রান্ত।

স্বাধীনতার সেসব গান আজো একই আবেগ তৈরি করে যে কারো মনে।

স্বাধীনতার এতদিন পর এসে প্রত্যাশা প্রাপ্তিতে কিছুটা অমিল থাকলেও তরুণ প্রজন্মেই উজ্জল ভবিষৎ দেখেন এই কন্ঠ যোদ্ধা।


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি