ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

রাঙামাটিতে জমে উঠেছে উপজেলা পরিষদ নির্বাচন

প্রকাশিত : ১৩:০১, ১১ মার্চ ২০১৯ | আপডেট: ১৩:০৬, ১১ মার্চ ২০১৯

দ্বিতীয় দফায় অনুষ্ঠিতব্য রাঙামাটিতে উপজেলা পরিষদ নির্বাচন জমে উঠেছে। চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা প্রচারনায় ব্যস্ত সময় অতিবাহিত করছেন। ইতোমধ্যে দুই উপজেলায় চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, বাকি আট উপজেলায় চেয়ারম্যান পদে লড়াই হবে দ্বিমুখী।

আগামী ১৮ মার্চ দ্বিতীয় দফায় রাঙামাটিতে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রতীক বরাদ্দের পরদিন থেকে রাঙামাটি সদর উপজেলাসহ জেলার ১০ উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীরা দিনে-রাতে সমানতালে ভোট প্রার্থনার জন্য ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। প্রার্থীরা দিচ্ছেন ভোটারদের নানান রকম প্রতিশ্রুতিও। এবার রাঙামাটি সদরসহ ১০ উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২২ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩১ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৬ জন। ইতোমধ্যে লংগদু ও কাপ্তাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ ১০ উপজেলায় মোট ভোটার রয়েছে ৪ লাখ ১৮ হাজার ২৪৮ (পুরুষ ২লাখ ২০ হাজার ৩৯৫, নারী ১ লাখ ৯৭ হাজার ৮৩৫ জন)।

এদিকে, জেলার গুরুত্বপূর্ণ রাঙামাটি সদর উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা ভোটারদের মন জয় করতে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে ব্যস্ত সময় অতিবাহিত করছেন। নির্বাচিত হলে নানান উন্নয়নমূলক কাজ করার প্রতিশ্রুতিও দিচ্ছেন তারা। এ উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামীলীগ প্রার্থী শহীদুজ্জামান মহসীন রোমান ও সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির সমর্থিত স্বতন্ত্র প্রার্থী অরুন কান্তি চাকমার মধ্যে লড়াই হবে। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা রয়েছে ৯০ হাজার ৮৭১ জন।

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি