ঢাকা, রবিবার   ২০ জুলাই ২০২৫

কুষ্টিয়ায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

প্রকাশিত : ১০:৩৯, ১২ অক্টোবর ২০১৬ | আপডেট: ১০:৩৯, ১২ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

কুষ্টিয়ার মিরপুরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে আক্তারুল ইসলাম বৃটিশ নামে এক ডাকাত নিহত হয়েছে। গেলো রাত ৩টার দিকে সদরপুর ইউনিয়নের নিমতলায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ডাকাতদল কুষ্টিয়া-মেহেরপুর সড়কের নিমতলায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন খবরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে পালিয়ে যায় ডাকাতদল।  ঘটনাস্থলে থেকে এক ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে পুলিশ । পরে তাকে স্থানীয় হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এসময় ঘটনাস্থল থেকে ১টি দেশী এলজি, ৩ রাউন্ড গুলি ও ১টি হাসুয়া উদ্ধার করা হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি