ঢাকা, রবিবার   ২০ জুলাই ২০২৫

নদী দখল রোধে বড় বড় প্রতিষ্ঠানের স্থপনা ভাঙ্গার সিদ্ধান্ত

প্রকাশিত : ১৮:০২, ১২ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৮:০২, ১২ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

নদী দখল রোধে এবার অবৈধভাবে গড়ে উঠা বড় বড় প্রতিষ্ঠানের স্থপনা ভাঙ্গার সিদ্ধান্ত নিয়েছে নৌ মন্ত্রণালয়। ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেন, নদী দখল উচ্ছেদের পর তা যেন আবার দখল হয়ে না যায় সেজন্য ওয়াক ওয়ে করারও পরিকল্পনা করেছে মন্ত্রনালয়। শাজাহান খান বলেন, ২০১৯ সালের মধ্যে ৫০ কিলোমিটার নদী দখল মুক্ত করা হবে। এছাড়াও ১১৮টি নৌ রুট খননের উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানায় নৌ পরিবহন মন্ত্রী। নৌ পথে চাঁদাবাজি আগের চেয়ে অনেক কমে এসেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, চাদাঁবাজি রোধে নৌ পুলিশ গঠন করা হয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি