ঢাকা, রবিবার   ২০ জুলাই ২০২৫

রাঙামাটিতে মুক্তিযোদ্ধার পরিবারকে বসতভিটা থেকে উচ্ছেদের অভিযোগ পৌর মেয়রের বিরুদ্ধে

প্রকাশিত : ১৭:৫৮, ১২ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৭:৫৮, ১২ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

রাঙামাটিতে পৌর মেয়রের বিরুদ্ধে বসতভিটা থেকে উচ্ছেদের অভিযোগ করেছে এক মুক্তিযোদ্ধার পরিবার। শহরের একটি রেষ্টুরেন্টে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তিযোদ্ধা প্রয়াত আব্দুস সবুরের মেয়ে ফাতেমা বেগম। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, মুক্তিযোদ্ধা আব্দুস সবুরের পরিবারের সদস্যদের বসতভিটা ১৩ই আগষ্ট জোর করে দখলে নেন রাঙামাটির পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী। জায়গার ব্যাপারে আদালতে মামলা চলা অবস্থায় বসতঘর ভেঙে তাদের উচ্ছেদ করা হয়। বর্তমানে পরিবারটি মানবেতর জীবনযাপন করছে। সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা আব্দুস সবুরের স্ত্রী মরিয়ম বেগম এবং বড় মেয়ে নাজমা বেগমও উপস্থিত ছিলেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি