দুর্গাপূজা উপলক্ষে আদিবাসীদের ঐতিহ্যবাহী সাঁওতালী নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রকাশিত : ১১:২৬, ১৪ অক্টোবর ২০১৬ | আপডেট: ১১:২৬, ১৪ অক্টোবর ২০১৬
নওগাঁর নিয়ামতপুরের শিবপুরে বারোয়ারী দুর্গামন্দির প্রাঙ্গনে দুর্গাপূজা উপলক্ষে আদিবাসীদের ঐতিহ্যবাহী সাঁওতালী নৃত্য প্রতিযোগিতা হয়েছে।
স্থানীয় এমপির উদ্যোগে শিবপুর দুর্গামন্দির প্রাঙ্গনে এই আদিবাসী মিলনমেলা ও এই নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়। মন্দির কমিটির সভাপতি মনোরঞ্জন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার। প্রতিযোগিতায় রাজশাহী, দিনাজপুর, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট ও নওগাঁ জেলার আদিবাসীদের ১৬টি দল অংশ নেয়।
আরও পড়ুন










