ঢাকা, রবিবার   ২০ জুলাই ২০২৫

নবীন-প্রবীনদের সমন্বয়ে শেখ হাসিনার নেতৃত্বে দলকে আরো গতিশীল ও শক্তিশালী করা হবে বলেঃ ওবায়দুল কাদের

প্রকাশিত : ১৬:৫২, ১৪ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৮:৩২, ১৪ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

আওয়ামী লীগের সম্মেলনে নবীন-প্রবীনদের সমন্বয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দলকে আরো গতিশীল ও শক্তিশালী করা হবে বলে জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলের ২০তম সম্মেলনের পূর্ব প্রস্তুতি পরিদর্শন শেষে তিনি, নিজ নিজ অবস্থান থেকে নেতাকর্মীদের দায়িত্ব পালন করার আহ্বান জানান। এ’সময় ওবায়দুল কাদের বলেন, সম্মেলনকে কেন্দ্র করে ব্যানার, পোস্টার ও বিলবোর্ডে বঙ্গবন্ধু ও তাঁর পরিবার সদস্য ছাড়া অন্য কারো ছবি ব্যবহার করা যাবে না।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি