ঢাকা, রবিবার   ২০ জুলাই ২০২৫

আগামীকাল জাতীয় স্মৃতিসৌধে যাবেন চীনের প্রেসিডেন্ট

প্রকাশিত : ১৮:১১, ১৪ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৮:১১, ১৪ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা জানাতে আগামীকাল শনিবার জাতীয় স্মৃতিসৌধে যাবেন সফররত চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। শুক্রবার সকাল নয়টার দিকে সড়কপথে সাভারে জাতীয় স্মৃতিসৌধে যাবেন তিনি। জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে জিনপিংয়ের সফর উপলক্ষে, ঢাকা-আরিচা মহাসড়কে সীমিত থাকছে যান চলাচল। শুক্রবার গভীর রাত থেকে শনিবার সকাল ১১টা পর্যন্ত আশুলিয়ার নয়ারহাট থেকে আমিন বাজারের পশ্চিম অংশের রাস্তা বন্ধ থাকবে। সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে তুলে ফেলা হয়েছে মহাসড়কের ২০টি গতিরোধক।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি