ঢাকা, রবিবার   ২০ জুলাই ২০২৫

আজ জগন্নাথ হল ট্রাজেডি দিবস

প্রকাশিত : ১৩:৫৯, ১৫ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৩:৫৯, ১৫ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

জগন্নাথ হল ট্রাজেডি দিবস আজ। ১৯৮৫ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ছাদ ধসে প্রাণ হারান শিক্ষার্থীসহ ৩৯ জন। এখনো বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি আবাসিক হলসহ বিভিন্ন ভবন মারাত্মক ঝুঁকিতে। জরাজীর্ণ ভবনগুলোকে বিভিন্ন উপায়ে সংস্কার করা হলেও সেখানে বসবাস নিয়ে শংকায় প্রায় কয়েক হাজার শিক্ষার্থী। ঝুঁকিপূর্ণ হলগুলো ভেঙ্গে নতুন বহুতল আবাসিক হল নির্মাণ দরকার বলে মনে করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ঘড়িতে তখন রাত নয়টা। জগন্নাথ হলের টিভি রুমে বিটিভি’র জনপ্রিয় ধারাবাহিক নাটক শুকতারা দেখছিলেন কয়েক শ’ শিক্ষার্থী ও কর্মচারী। হঠাৎ ধসে পড়ে দুর্বল ছাদ। নারকীয় এক অবস্থার সৃষ্টি হয়; ঘটনাস্থলেই প্রাণ যায় শিক্ষার্থীসহ ৩৯ জনের। আহত হয় প্রায় ৩শ জন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগ, জগন্নাথ হলের সেই অবস্থার মতো জরাজীর্ণ হয়ে আছে মুহসীন হল, সূর্যসেন, ফজলুল হক হল, কার্জন হল। সংস্কার হলেও, এসব হলে তাদের প্রতিটি রাত কাটছে প্রাণের শংকা নিয়ে। পুরনো হলগুলোর পাশাপাশি ঝুঁকিপূর্ণ অবস্থায় উপাচার্য ভবনও। অনাকাঙ্খিত যেকোনো দূর্ঘটনা এড়াতে হলগুলো ভেঙ্গে বহুতল আবাসিক হল নির্মাণ দরকার বলে মনে করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগ ও বুয়েটের গবেষকরা বলছেন, সংস্কার হওয়া হলগুলোতে শিক্ষার্থীরা আরো বেশ কয়েক বছর নিরাপদ থাকতে পারবে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি