ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

ভারতের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

প্রকাশিত : ১৪:০৪, ১৫ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৪:০৮, ১৫ অক্টোবর ২০১৬

দু’দিনের সফর শেষে ভারতের উদ্দেশে ঢাকা ছাড়লেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে বিদায় জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রিপরিষদ সদস্যরা। এ’সময় জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, উন্নয়নে অগ্রাধিকার দিয়ে চীনের পাশাপাশি ভারতের সঙ্গে দৃঢ় সম্পর্ক থাকবে। এর আগে, সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা জানান শি জিনপিং। নানা কর্মসূচিতে সাড়ে ২২ ঘণ্টা ব্যস্ত সময় কাটিয়ে ভারতের উদ্দেশে বিশেষ বিমানে ঢাকা ছাড়েন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বিদায়ী শুভেচ্ছা জানান। সেসময় সামরিক কায়দায় দেয়া প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি দলের অভিবাদন গ্রহণ করেন  চীনা প্রেসিডেন্ট। এরপর উড়োজাহাজ পর্যন্ত তাঁকে পৌঁছে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, চীনা রাষ্ট্রপতির এ সফর কানেক্টিভির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, যা অর্থনৈতিক ক্ষেত্রেও সমান গুরুত্ববহ। এর আগে, সফরের শেষ কর্মসূচিতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান শি জিনপিং। সেখানে তিনি একটি উদয়পদ্ম ফুলের চারা রোপণ ও পরিদর্শক বইয়ে মন্তব্য ও স্বাক্ষর করেন। গেলো তিন দশকের মধ্যে এটিই চীনের কোনো প্রেসিডেন্টের প্রথম বাংলাদেশ সফর। ঢাকায় তার সফরে দু’দেশের মধ্যে সই হয়েছে বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি, তৈরী পোশাকসহ বিভিন্ন খাতে ২৬টি চুক্তি ও সমঝোতা স্মারক।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি