ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

জনশক্তি রপ্তানির নামে প্রতারণা কোনভাবেই বন্ধ হচ্ছেনা

প্রকাশিত : ১৪:০১, ১৫ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৪:০১, ১৫ অক্টোবর ২০১৬

কোনভাবেই বন্ধ হচ্ছেনা জনশক্তি রপ্তানির নামে প্রতারণা। বিদেশ পাঠানোর নামে গ্রামের সাধারণ মানুষের সর্বস্ব হাতিয়ে নিচ্ছে প্রতারচক্র। দেশে-বিদেশে এসব চক্রের শিকার হয়ে নি:স্ব থেকে নি:স্বতর হয়েছে অনেকেই। কিন্তু প্রতারক চক্র থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। প্রবাসী কল্যান মন্ত্রণালয় বলছে, প্রতিটি জেলায় রয়েছে কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়। চাকরি নিয়ে বিদেশে যাবার আগে সেখান থেকে তথ্য যাচাই করে নেয়ারও পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে বড় ভূমিকা রাখছে বিদেশের মাটিতে শ্রমিকদের ঘাম ঝড়ানো অর্থ। তাদের পাঠানো রেমিটেন্সে বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ । সেই শ্রমিকরা বিদেশে পাড়ি দেবার সময়েই পদে পদে শিকার হন বিড়ম্বনায়। চাঁদপুরের ফরিদগঞ্জের নলখাগড়া গ্রামের সোহাগ ও জাহাঙ্গীর। ভাগ্য পরিবর্তের আশায় যেতে চেয়েছিলে সৌদি আরব। ভিটেমাটি বন্ধক রেখে টাকা দেন দালালদের। স্বপ্ন পূর্ণ হয়নি তাদের। উল্টো এখন দিন কাটছে ঋণের দুঃস্বপ্নে। লক্ষীপুরের রায়পুরেও বিদেশ যেতে টাকা দিয়ে প্রতারিত হয়েছে অনেকে। এদের অনেকেই এখন সর্বশান্ত। অভিযুক্ত দুই দালাল টাকা নেয়ার কথা স্বীকার করলেও দায় চাপাচ্ছেন অন্যের উপর। স্থানীয় প্রশাসন বলছে শিগগিরই প্রতারক চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে । খোঁজ খবর নিয়ে টাকা লেনদেনের পরামর্শ দিয়েছে প্রবাস কল্যাণ মন্ত্রণালয়। বিদেশগামীরা সর্তক থাকলে প্রতারণা অনেকটাই কমে যাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি