ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

ময়মনসিংহে মেয়াদ উত্তীর্ণের ৪ মাস পেরিয়ে গেলেও শেষ হয়নি কালভার্টের নির্মাণ কাজ

প্রকাশিত : ১৪:১২, ১৫ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৪:১২, ১৫ অক্টোবর ২০১৬

মেয়াদ উত্তীর্ণের ৪ মাস পেরিয়ে গেলেও শেষ হয়নি সড়ক ও জনপথ বিভাগের অধীনে ময়মনসিংহ ফুলবাড়িয়া সড়কের দাপুনিয়া কালভার্টের নির্মাণ কাজ। ডাইভারশন সড়কের বেইলি ব্রিজ দিয়ে ব্যবহারে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। সময়মতো কাজ শেষ করতে না পারায় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে সড়ক বিভাগ। ময়মনসিংহ সদরের দাপুনিয়া বাজারের পাশে ১৮ মিটার দৈর্ঘের এই কালভার্টটি নির্মাণে গেলো বছর ১১ নভেম্বর কার্যাদেশ দেয় সড়ক ও জনপথ বিভাগ। ১ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে কালভার্টটি নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল চলতি বছর ১০ মে। মেয়াদ শেষে ৪ মাস পেরিয়ে গেলেও এখনও বেজমেন্টের কাজও শেষ হয়নি। কালভার্টের অভাবে পাশের ডাইভারশন সড়কের বেইলি ব্রিজ দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন যাত্রীরা। এতে চরম যানজটে পড়তে হচ্ছে তাদের। এদিকে গাফিলতির কথা অস্বীকার করে স্থানীয় সমস্যা ও বর্ষা মৌসুমকে দায়ী করলেন ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি। আর সময়মতো কাজ করতে না পারায় ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। জনদুর্ভোগ বিবেচনায় শিগগিরই কালভার্টটি নির্মাণের দাবি এলাকাবাসীর।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি