ঢাকা, রবিবার   ২০ জুলাই ২০২৫

ট্রাম্পের বিরুদ্ধে আরও ২ নারীর যৌন হয়রানির অভিযোগ

প্রকাশিত : ১৪:১১, ১৫ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৪:১১, ১৫ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আরও দুই নারী যৌন হয়রানির অভিযোগ এনেছেন। অভিযোগকারীদের একজন ক্রিশ্চিন এন্ডারসন জানান, ১৯৯০ সালে নিউইয়র্ক ক্লাবে ট্রাম্প তাকে হয়রানি করেন। সেখানে ক্রিশ্চিন মডেল হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার জন্য কাজ করছিলেন। এছাড়া লস অ্যাঞ্জেলেসে ট্রাম্পের বিরুদ্ধে সামার জারভস নামের অন্য এক নারী যৌন হয়রানির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন। ২০০৭ সালে চাকরি দেয়ার কথা বলে ট্রাম্প তাকে হয়রানি করেছিলো বলে জানান তিনি। তবে এসব অভিযোগ মিথ্যা বলে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ট্রাম্প।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি