ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪

‘আমিই বড়, আমিই শ্রেষ্ঠ এই মানসিকতা পরিহার’

প্রকাশিত : ২১:৩১, ২৬ মার্চ ২০১৯

বাংলাদেশের অনেক সমস্যার মধ্যে আমিত্বও একটি বড় সমস্যায় পরিণত হয়েছে বলে মন্তব্য করছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। আজ মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

দুদকের চেয়ারম্যান বলেন, আমিই বড়, আমিই শ্রেষ্ঠ এই মানসিকতা পরিহার করতেই হবে। যে যেখানে আছেন, সে সেখানে নিজেকে রাজা মনে করবেন, এটা হতে পারে না। বরং যে যত বড় দায়িত্বে রয়েছেন তার আচরণ ততোধিক নমনীয় হওয়া সমীচীন।

দুর্নীতি প্রতিরোধ অনুবিভাগের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ২৭ হাজার সততা সংঘ এবং ২ হাজার সততা ইউনিট গঠন করার মাধ্যমে আপনাদের দায়িত্ব অনেক বেড়ে গেছে।

এখন প্রতিটি সততা সংঘ ও সততা স্টোরের কার্যক্রম আপনাদেরকে নিবিড়ভাবে মনিটরিং করতে হবে। কারণ আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যৎ বাংলাদেশের নেতৃত্ব দেবে, তাদের আচরণে-মননে সততা ও নৈতিকাতার যে অমূল্য মূল্যবোধ জাগরিত হচ্ছে তা বিকশিত করতে হলে এ সব কার্যক্রম মনিটরিংয়ের কোনো বিকল্প নেই।

টিআর/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি