ঢাকা, রবিবার   ২০ জুলাই ২০২৫

হাকালুকি হাওর দেশের সবচেয়ে বড় মিঠাপানির অঞ্চল

প্রকাশিত : ১৪:৪৫, ১৫ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৪:৪৫, ১৫ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

দেশের সবচেয়ে বড় মিঠাপানির অঞ্চল হাকালুকি হাওর। মৌলভীবাজারের বড়লেখা, জুরী, কুলাউড়া এবং সিলেটের ফেঞ্চুগঞ্জ, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা নিয়ে এর বিস্তৃতি। হাকালুকি হাওরে জীববৈচিত্র্যের ভান্ডারও অত্যন্ত সমৃদ্ধ। বিভিন্ন প্রজাতির মাছ, জলজ উদ্ভিদ ও প্রাণী পাওয়া যায় এখানে। হাকালুকি হাওরের জলরাশির মূল প্রবাহ জুরী ও পানাই নদী। বর্ষাকালে অনবদ্য রুপ ধারণ করে এই হাওর, সৌন্দর্যের ছটা মুগ্ধ করে সবাইকে। আর শীতকালে এসব বিল ঘিরে পরিযায়ি পাখিদের বিচরণে মুখর হয়ে উঠে গোটা এলাকা। শুষ্ক মৌসুমে হাকালুকি হাওরের বিশাল প্রান্তরে বিচরণ করে গবাদি পশু। আর বর্ষা এলেই পাল্টে যায় দৃশ্যপট। চারিদিকে থৈ থৈ পানি। ছোট বড় ২৩৮টি বিল নিয়ে হাকালুকি হাওর। বর্ষাকালে এর আয়তন বেড়ে দাঁড়ায় প্রায় ১৮ হাজার হেক্টরে। জীববৈচিত্র্যে ভরপুর এই হাওরকে কেন্দ্র করে জীবন-জীবিকা চলে কয়েক লাখ মানুষের। হাকালুকি, নামটির সঙ্গে জড়িয়ে আছে নানা রকমের জনশ্র“তি। কথিত আছে, প্রায় দুই হাজার বছর আগে প্রচণ্ড ভূমিকম্পে ‘আকা’ নামে এক রাজা ও তার রাজত্ব মাটির নিচে চাপা পড়ে। ভূমি দেবে যাওয়ায় এর নাম হয়ে যায় আকালুকি; পরবর্তীতে হাকালুকি। প্রাকৃতিক বৈশিষ্ট্য অনুযায়ি, উজানে প্রচুর পাহাড় থাকায় হাকালুকি হাওরে পানি প্রবাহে সমস্যা হয় না। আর এই পানির প্রবাহই বাঁচিয়ে রাখে ওই এলাকার মানুষের জীবন, জীবিকা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি