ঢাকা, রবিবার   ২০ জুলাই ২০২৫

বাংলাদেশ উন্নয়নের আর্ন্তজার্তিক স্বীকৃতি পেল বলে মনে করছেন অর্থনীতিবীদরা

প্রকাশিত : ১৭:৪৯, ১৫ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৭:৪৯, ১৫ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

চীনের প্রেসিডেন্টের সফরে বাংলাদেশ উন্নয়নের আর্ন্তজার্তিক স্বীকৃতি পেল বলে মনে করছেন অর্থনীতিবীদরা। এখন যৌক্তিক অর্থায়নে নজর দেওয়ার পরামর্শ তাদের। আর ব্যবসায়ীরা মনে করেন, সঠিক পরিকল্পনা নিলে ইউরোপ ও আমেরিকার পর চীনের বাজারে বাংলাদেশী পণ্যের অনেক বড় বাজার সৃষ্টি হবে। প্রায় ত্রিশ বছর পর চীনা প্রেসিডেন্টের রাষ্ট্রীয় সফরে গুরুত্ব পেয়েছে পারষ্পারিক সর্ম্পক উন্নয়ন ও সহযোগিতার বিষয়টি। সফরে একদিনে ২৭টি চুক্তি আর সমঝোতা স্মারক সই হয়েছে । অর্থনীতিবীদরা বলছেন, এই চুক্তির মাধ্যমে দেশের উন্নয়নকে আরো ত্বরান্বিত করতে চুক্তিগুলোকে খুব দ্রুত বিনিয়োগে রূপ দেয়া দরকার। আর আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে যৌক্তিক অর্থায়ন নিশ্চিত করা এবং গুরুত্ব অনুযায়ী প্রকল্প বাস্তবায়নে সঠিক পরিকল্পনা নেয়ারও পরামর্শ তাদের । এদিকে চীনা প্রেসিডেন্টের সফরকে মাইলফলক হিসেবে দেখছেন ব্যবসায়ী নেতারা। তারা বলছেন, এখন কমাতে হবে দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি। ইউরোপ-আমেরিকার পর চীনেও বাংলাদেশী পণ্যের বড় বাজার সৃষ্টির আশা দেখছেন ব্যবসায়ীরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি