ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪

মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের কারণেই দেশ পিছিয়ে ছিল:প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৯:৫১, ২৭ মার্চ ২০১৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অর্থনৈতিক মুক্তি ও সমৃদ্ধির লক্ষ্যে জাতীয় ঐক্য গড়তেই বঙ্গবন্ধু বাংলাদেশ কৃষক শ্রমিক লীগ বাকশাল গঠন করেছিলেন।  স্বাধীনতা দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের ষড়যন্ত্রে দেশ পিছিয়ে গিয়েছিল।  জনগনের কল্যাণে কাজ করে বলেই  আওয়ামী লীগের শিকড় ধ্বংস সম্ভব না বলেও মনে করেন বঙ্গবন্ধুকণ্যা। ভুল ইতিহাস দিয়ে জাতিকে বিভ্রান্ত করার যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের ২ দিনের কর্মসূচীর অংশ হিসেবে এই আলোচনা সভা। প্রধান অতিথি হিসেবে যোগ দেন দলটির সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ আয়োজন থেকেই স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের প্রস্তুতিও শুরু করলো আওয়ামী লীগ।

আলোচনায় অংশ নিয়ে দেশ ও জাতি গঠনে বঙ্গবন্ধুর অবদান ও আত্মত্যাগের কথা তুলে ধরেন আওয়ামী লীগের নেতারা।

প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রী তুলে ধরেন মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে বৈষম্য ও শোষনের বিরুদ্ধে বাঙালি জাতিকে সশস্ত্র সংগ্রামে উদ্বুদ্ধ করতে বংগবন্ধুর অবদানের কথা।

অর্থনৈতিক মুক্তির লক্ষ্য বাকশাল গঠন করা হয়েছিল বলেও জানান বঙ্গগবন্ধু কন্যা।

আওয়ামী লীগ ছাড়া কোন সরকারই জনগনের কল্যাণে কাজ করেনি বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে কাজ করতে সবার প্রতি আহবান জানান সরকার প্রধান।

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি