ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪

স্তন ক্যান্সারে সচেতনতা ও প্রাথমিক পর্যায়ে চিকিৎসাসেবা নিতে পুরুষদের এগিয়ে আসার আহ্বান

প্রকাশিত : ১৭:৪৮, ১৫ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৭:৪৮, ১৫ অক্টোবর ২০১৬

স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা ও প্রাথমিক পর্যায়ে চিকিৎসাসেবা নিতে নারীদের সহায়তায় পরিবারের পুরুষদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে ‘মহিলাদের স্তন ক্যান্সার সচেতনতা সোসাইটি’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তারা। সম্মেলনে সংগঠনের আহ্বায়ক ডা. নাহিদা খানম সিমু বলেন, বর্তমান বিশ্বে নারীদের অন্যতম প্রধান প্রাণঘাতী রোগ স্তন ক্যান্সার। লজ্জা ও কুসংস্কার ত্যাগ করে সময়মতো চিকিৎসা নিলে একজন রোগী সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে বলেও মত দেন চিকিৎসকরা।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি