ঢাকা, বৃহস্পতিবার   ১০ জুলাই ২০২৫

সাত এমপিকে এলাকা ছাড়ার নির্দেশ ইসির

প্রকাশিত : ২৩:০৭, ২৭ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

আওয়ামী লীগের সাতজন সংসদ সদস্যকে নির্বাচনি এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ইসি এই নির্দেশনা জারি করে।

বুধবার (২৭ মার্চ) রাতে ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে নির্বাচনের স্বার্থে তাদের বৃহস্পতিবারের (২৮ মার্চ) মধ্যে নির্বাচনি এলাকা ছাড়তে বলা হয়।

সংসদ সদস্যরা হলেন, টাঙ্গাইল-৪ আসনের মোহাম্মদ হাছান ইমাম খাঁন, টাঙ্গাইল-৫ আসনের মো. ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-৮ আসনের মো. জোয়াহেরুল ইসলাম, বাগেরহাট-৪ আসনের মো. মোজাম্মেল হোসেন, খুলনা-৬ আসনের মো. আক্তারুজ্জামান, ময়মনসিংহ-১১ আসনের কাজিম উদ্দিন আহম্মেদ ও যশোর-২ আসনের মো. নাসির উদ্দিন।

উল্লেখ্য, চতুর্থ ধাপে ৩১ মার্চ ১২৭ উপজেলা ভোটগ্রহণের কথা রয়েছে। এ নিয়ে চার ধাপের নির্বাচনে অন্তত দুই ডজন সংসদ সদস্যকে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়। এদের সবাই সরকার দলের সদস্য। এর আগে সংসদ সদস্যদের নির্বাচনি আচরণবিধি প্রতিপালনের বিষয়টি উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে চিঠি দিয়েছিলেন।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি