ঢাকা, রবিবার   ২০ জুলাই ২০২৫

সিটিজি এল/উভ/নতুন আরেকটি রেলসংযোগসহ সড়ক রেলসেতু নির্মানে দরপত্র আহবানের প্রক্রিয়া শুরু হবে

প্রকাশিত : ১৭:৪৮, ১৫ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৭:৪৮, ১৫ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

৬ মাসের মধ্যে কালুরঘাট রেলওয়ে সেতুর পাশে নতুন আরেকটি রেলসংযোগসহ সড়ক রেলসেতু নির্মানে দরপত্র আহবানের প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ। শনিবার সকালে পাক্ষিক বোয়ালখালীর সংবাদের চতুর্থ বর্ষ পদার্পণ উপলক্ষে বোয়ালখালী উপজেলা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এতে পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক সৈয়দ মো. নজরুল ইসলামের সভাপতিত্ব করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরীসহ আরো অনেকে। পাক্ষিক বোয়ালখালীর সংবাদ এই অঞ্চলের সকল শ্রেণি পেশার মানুষের মুখপত্র হিসেবে কাজ করবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি