ঢাকা, রবিবার   ২০ জুলাই ২০২৫

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ৮ দফা দাবী

প্রকাশিত : ১৭:৪৬, ১৫ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৭:৪৬, ১৫ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

সড়ক-মহাসড়কে পুলিশের হয়রানি বন্ধ, যোগ্যতার ভিত্তিতে ড্রাইভিং লাইসেন্স প্রদানসহ ৮ দফা দাবী জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। শনিবার দুপুরে চট্টগ্রামের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত শ্রমিক কনভেশনে এই দাবী জানানো হয়। কনভেশন থেকে ৮দফা দাবীতে ২৯ নভেম্বর চট্টগ্রাম, কক্সবাজারসহ তিনি পার্বত্য জেলায় ২৪ ঘণ্টার পরিবহন ধর্মঘট আহ্বান করা হয়। অবিলম্বে দাবী মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান শ্রমিক নেতারা। কনভেনশনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মৃণাল চৌধুরী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি