বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ২১ (ভিডিও)
প্রকাশিত : ১৫:০৯, ২৮ মার্চ ২০১৯ | আপডেট: ১৫:২৩, ২৮ মার্চ ২০১৯

সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম লোহগাড়ায় ৮ জনসহ বিভিন্ন জেলায় ২১জন নিহত হয়েছে। মাদারীপুরে ৯ জন ও যশোরে ৪ জন নিহত হয়। এসব দুঘর্টনায় আহত হয়েছে অর্ধশতাধিক। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার গভীর রাতে মহাসড়কের লোহাগাড়ার চুনতির জাঙ্গালিয়ায় ঢাকা থেকে ছেড়ে আসা রিলাক্স পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে কক্সবাজার থেকে ছেড়ে আসা মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রবাসে থাকা মা-মেয়েসহ আটজন নিহত হন।
সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় বাসের ২০জন যাত্রী আহত হয়েছে। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করা হয়েছে।
বাসের চালক ও সহকারীরা পালিয়ে গেছেন। বাস ও মাইক্রোবাসটি হাইওয়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
এদিকে সকাল ১১টার দিকে মাদারীপুরের টেকেরহাট বাসস্ট্যান্ড থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস কলাবাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই ৭ জন মারা যায়। গুরতর আহত হয় অন্তত ৩০ জন।
অন্যদিকে মাদারীপুরে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয় আরও ২ জন।
বিস্তারিত দেখুন ভিডিওতে :
এসএ/
আরও পড়ুন