ঢাকা, রবিবার   ২০ জুলাই ২০২৫

নির্বাচন কমিশন গঠনে ৫ সদস্যের অনুসন্ধান কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে সুজন

প্রকাশিত : ১৭:৪২, ১৫ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৭:৪২, ১৫ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

নির্বাচন কমিশন গঠনে সাবেক বিচারপতি, আওয়ামী লীগ, বিএনপি গঠিত জোটের একজন প্রতিনিধি, নাগরিক সমাজ ও গনমাধ্যেম প্রতিনিধি নিয়ে পাঁচ সদস্যের অনুসন্ধান কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে সুশাসনের জন্য নাগরিক-সুজন। তাদের মতে, সুষ্ঠ নির্বাচনের জন্য একটি গ্রহনযোগ্য নির্বাচন কমিশন দরকার। আর সরকার চাইলেই সবদলের সাথে আলোচনা করে সেধরনের একটি কমিশন গঠন করা সম্ভব বলেও মন্তব্য করেন তারা। জাতীয় প্রেসক্লাবে নির্বাচন কমিশন পূর্নগঠন ও নাগরিক ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক-সুজন। এতে বক্তরা বলেন, সব দলের সঙ্গে আলোচনা করে একটি গ্রহনযোগ্য কমিশন গঠন করতে হবে। আইন করে একটি স্বাধীন নির্বাচন কমিশন গঠনের দাবী জানান তারা। জনগনের কাছে গ্রহনযোগ্য নির্বাচন কমিশন গঠন করতে না পারলে, নির্বাচন সুষ্ঠ হলেও তা গ্রহনযোগ্য হবে না বলে মত দেন তারা। সরকারের সদইচ্ছা থাকলে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করা সম্ভব বলেও মনে করেন বক্তরা। দলীয় সরকারের অধীনে নির্বাচন গ্রহনযোগ্য নয় উল্লেখ করে বক্তরা বলেন, সরকার এগিয়ে আসলেই ২০১৯ সালে সব দলের অংশ গ্রহনে একটি সুষ্ঠ এবং নিরপেক্ষ নির্বাচন সম্ভব।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি