ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

রাজধানীর এফআর টাওয়ারে আগুন: উদ্ধারে হেলিকপ্টার

প্রকাশিত : ১৬:২৮, ২৮ মার্চ ২০১৯ | আপডেট: ১৬:৫৭, ২৮ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

রাজধানীর বনানীর এফআর টাওয়ারের ছাদে আটকে পড়াদের উদ্ধারে হেলিকপ্টার অভিযান শুরু করা হয়েছে। ইতোমধ্যেই বেশ কয়েকজনকে উদ্ধার করতে পেরেছে যৌথ বাহিনী। নৌবাহিনীর একটি হেলিকপ্টার প্রথমে এফআরের পাশের ভবন আওয়াল টাওয়ারে গিয়ে অবতরণ করে। পরে সেখান থেকে ওই ভবনের ছাদ থেকে কয়েকজনকে তাদের উদ্ধার করতে সক্ষম হযেছে।

ভয়াবহ এ আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সঙ্গে ইতোমধ্যেই যোগ দিয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর কয়েকটি ইউনিট।
এফআর টাওয়ারের আগুন পাশের একটি ভবনেও ছড়িয়ে পড়েছে। একইসঙ্গে আগুনের তীব্র ধোঁয়া আশপাশে ছড়িয়ে পড়েছে। ধোঁয়া থেকেও এখন বড় ধরনের ঝুঁকি দেখা দিয়েছে।

আগুন থেকে বাঁচতে ভবনের নিচে নামার চেষ্টা করছেন আটকে পড়া বহু মানুষ। অনেকে জানালা দিয়ে গ্রিল ধরে জীবনের ঝুঁকি নিয়ে নেমেছেন। আবার অনেকে বাঁচতে গিয়ে ভবনের ছাদে অবস্থান নিয়েছেন। অনেকে ভবন থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হয়েছেন। নিহত হয়েছেন একজন।

আটকে পড়া বহু মানুষ জানালা দিয়ে হাত বের করে তাদের বাঁচানোর আবেদন করেছেন। এই জানালাও আগুনে জ্বলতে শুরু হয়েছে এখন। সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর কয়েকটি ইউনিট আগুন নেভাতে এবং আটকে পড়াদের উদ্ধারে জীবনের ঝুঁকি নিয়ে চেষ্টা করছেন।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট পৌঁছেছে। তবে সবগুলো ইউনিট কাজ করতে পারছে না। বেশ কয়েকটি ইউনিট তৎপরতা চালাচ্ছে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৫৫ মিনিটে রাজধানীর বনানীর এফআর টাওয়ারের আট ও নয়তলায় আগুন লাগে। এতে ওই ভবনে আটকা পড়েন বহু মানুষ।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি